কেন্দ্রীয় সার্ভার দিয়ে রেজাল্ট দেখার পদ্ধতি
ই-বোর্ড সার্ভার (সার্ভার-১):
সার্ভার-১ দিয়ে রেজাল্ট দেখতে চাইলে নিচের তথ্যগুলো পূরণ করে ফলাফল দেখুন বাটনে চাপ দিতে হবেঃ
* পরীক্ষার নাম (এইচএসসি/আলিম/সমমান সিলেক্ট করুণ)
* পরীক্ষার সাল (২০২৫ সিলেক্ট করুণ)
* বোর্ডের নাম সিলেক্ট করুণ
* ফলাফলের ধরণ (একক/বিস্তারিত ফলাফল সিলেক্ট করুণ)
* পরীক্ষার্থীর রোল নাম্বার (ইংরেজিতে আপনার রোল লিখুন)
* পরীক্ষার্থীর রেজিস্ট্রেশান নাম্বার (ইংরেজিতে আপনার রেজিস্ট্রেশান নাম্বার লিখুন)
* নিরাপত্তা চাবি (ছবিতে আঁকানো ইংরেজি বাঁকানো সংখ্যাটি টি নিচের বক্সে লিখবেন। শব্দটি পড়তে সমস্যা হলে Reload বাটনে চাপ দিলে নতুন শব্দ আসবে। যেমনঃ 3297)
* সব বসানো শেষ হলে ফলাফল দেখুন বাটনে চাপ দিলে রেজাল্ট চলে আসবে।
টেলিটক সার্ভার (সার্ভার-২):
সার্ভার-২ দিয়ে রেজাল্ট দেখতে চাইলে নিচের তথ্যগুলো পূরণ করে Submit বাটনে চাপ দিতে হবেঃ
* Examination (HSC/Alim/Equivalent সিলেক্ট করুণ)
* Year (2025 সিলেক্ট করুণ)
* Board (বোর্ডের নাম সিলেক্ট করুণ)
* Roll (রোল নাম্বার লিখুন)
* Reg. No (এখানে রেজিস্ট্রেশান নাম্বার লিখবেন)
* সবশেষ বক্সে পাশে থাকা ছোট্ট অংকটির ফলাফল লিখবেন (যেমনঃ 7+2 থাকলে ফাঁকা বক্সে 7 ও 2 এর যোগফল, অর্থাৎ শুধু 9 লিখবেন)
* সব বসানো শেষ হলে Submit বাটনে চাপ চাপ দিলে রেজাল্ট চলে আসবে।
বোর্ড সার্ভার দিয়ে রেজাল্ট দেখার নিয়ম
বোর্ড সার্ভার দিয়ে রেজাল্ট দেখার সুবিধা হল, এখান থেকে মার্ক শিট সহ রেজাল্ট দেখা যায়। যশোর, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল এসব বোর্ডের বোর্ড সার্ভার রয়েছে। এখানে রোল ও রেজিস্ট্রেশান নাম্বার বসালে মার্ক শিট সহ রেজাল্ট চলে আসবে। বোর্ড সার্ভার গুলো রেজাল্টের কিছুক্ষণ আগে চালু হয়। চালু হলেই অ্যাপ থেকে বোর্ড সার্ভার দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। সার্ভারগুলো যথাসময়ে অ্যাপে আপডেট হয়ে যাবে।
SMS রেজাল্ট
[ বোর্ড কতৃর্ক রেজাল্ট প্রকাশ হওয়ার পর SMS-এর মাধ্যমে রেজাল্ট জানুন। আগে পাঠালে ২.৬৭ টাকা কেটে নেবে, রেজাল্ট পাবেন না। প্রি-রেজিস্ট্রেশান করোনার সময় চালু ছিল, এখন নেই ]
SMS ব্যাবহার করে রেজাল্ট দেখতে চাইলে নিচের তথ্যগুলো পূরণ করে সেন্ড (SEND) করতে হবেঃ
* পরীক্ষার নাম ( HSC হলে HSC, Alim হলে ALIM লিখবেন)
* বোর্ডের নাম (১ম ৩ টি বর্ণ লিখবন, যেমনঃ Dhaka বোর্ড হলে DHA, Chittagong হলে CHI, Madrasah হলে MAD)
* রোল নাম্বার (নিজের ৬ সংখ্যার রোল নাম্বার দিবেন)
* পরীক্ষার সাল (2025)
উদাহরণ: টাইপ করুন HSC DHA 123456 2025
তারপর 16222 নাম্বারে SMS সেন্ড করুণ।
তারপর SMS সেন্ড করুণ (চার্জ ২ টাকা ৬৭ পয়সা), ফিরতি মেসেজে রেজাল্ট পাবেন।
SMS পাঠানোর নিয়ম: HSC <স্পেস > বোর্ডের ৩ অক্ষর <স্পেস > রোল নাম্বার <স্পেস > পাসের সাল লিখে পাঠিয়ে দিবে 16222 নাম্বারে
[SMS ফরম্যাট ভুল হলে রেজাল্ট আসবে না, কিন্তু টাকা কেতে নেবে]
Board Name | Code | Format |
---|---|---|
Dhaka Board | DHA | HSC DHA 123456 2025 |
Chittagong Board | CHI | HSC CHI 123456 2025 |
Barisal Board | BAR | HSC BAR 123456 2025 |
Cumilla Board | COM | HSC COM 123456 2025 |
Dinajpur Board | DIN | HSC DIN 123456 2025 |
Mymensingh Board | MYM | HSC MYM 123456 2025 |
Sylhet Board | SYL | HSC SYL 123456 2025 |
Rajshahi Board | RAJ | HSC RAJ 123456 2025 |
Jessore Board | JES | HSC JES 123456 2025 |
Madrasa Board | MAD | ALIM MAD 123456 2025 |
Technical Board | TEC | HSC TEC 123456 2025 |
রেজাল্টের PDF ফাইল সেভ করার উপায়
সার্ভার থেকে রেজাল্ট দেখার পর নিচের PDF সেভ করুণ বাটনে চাপ দিন। তারপর ছবির মত নিচের স্টেপ গুলো ফলো করুণঃ
১। উপরের অপশান থেকে Save as PDF সিলেক্ট করুণ
২। এরপর একটু নিচে PDF লেখা গোল বাটনে চাপ দিন।
৩। এবার নিচের বক্সে PDF ফাইল যে নামে সেভ করবেন সেই নাম লিখুন। (যেমনঃ Result অথবা ssc বা আপনার নাম)
৪। সবশেষে নিচে ডান দিকের Save বাটনে চাপ দিলে PDF ফাইল ফোনের Downloads ফোল্ডারে সেভ হয়ে যাবে।
এখন চাইলে PDF রেজাল্টটি আপনি Whatsapp, Email ইত্যাদির মাধ্যমে শেয়ার করতে পারবেন কিংবা প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন।