একাদশ শ্রেণিতে ভর্তি
দুই সপ্তাহের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু করা হতে পারে। ফলে চলতি মাসেই কলেজে ভর্তির আবেদন শুরু হতে পারে বলে জানা গেছে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্র জানিয়েছে, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ সময়সীমার মধ্যে কলেজে ভর্তির আবেদন শুরু হবে। আবেদনের জন্য শিক্ষার্থী ১৫ থেকে ২০ দিনের মতো সময় পাবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
২০২৪ সালের ভর্তি নীতিমালা দেখে নিন
কলেজ ভর্তির নীতিমালা, যোগ্যতা, পদ্ধতি, কলেজ ভর্তির ফলাফল সব এই অ্যাপ থেকেও জানানো হবে।