SSC উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিচ্ছে DBBL

ডাচ্-বাংলা ব্যাংকের এসএসসি বৃত্তি ২০২৫

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি দিচ্ছে শিক্ষাবৃত্তি। এই বৃত্তির মেয়াদ দুই বছর, অর্থাৎ শিক্ষার্থীরা এইচএসসি পর্যন্ত মাসিক আর্থিক সহায়তা পাবে।

📅 আবেদন শেষ তারিখ: ৬ আগস্ট ২০২৫

💰 বৃত্তির পরিমাণ:

  • মাসিক ২,৫০০ টাকা (২ বছরে মোট ৬০,০০০ টাকা)

  • পাঠ্য উপকরণের জন্য: প্রতি বছর ২,৫০০ টাকা

  • পোশাকের জন্য: প্রতি বছর ১,০০০ টাকা

📝 আবেদনের যোগ্যতা:

  • সিটি করপোরেশন/জেলা শহরের শিক্ষার্থী: জিপিএ-৫ (চতুর্থ বিষয় বাদে)

  • গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষার্থী: জিপিএ ৪.৮৩ (চতুর্থ বিষয় বাদে)

⚠️ অন্যান্য শর্ত:

  • সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী যোগ্য নয়

  • মোট বৃত্তির ৯০% গ্রামীণ শিক্ষার্থীদের জন্য

  • ৫০% বৃত্তি নারী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ

  • আবেদনপত্রে সঠিকভাবে জিপিএ উল্লেখ করতে হবে (চতুর্থ বিষয় বাদে)

📄 প্রয়োজনীয় কাগজপত্র:

  • আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ছবি (স্ক্যান কপি)

  • মা-বাবার রঙিন পাসপোর্ট সাইজ ছবি (স্ক্যান কপি)

  • এসএসসি নম্বরপত্র ও প্রশংসাপত্র (স্ক্যান কপি)

✅ অনলাইন আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:

app.dutchbanglabank.com/DBBLScholarhip


SSC Scholarship 2025