বোর্ড বই ডাউনলোড করতে যেয়ে গুগল ড্রাইভে “Sorry, you can’t view or download this file at this time” লেখা আসার কারণে PDF বই ডাউনলোড করা যাচ্ছে না। এই সমস্যার সমাধান নিচে দেওয়া হল।
মোবাইল থেকে PDF ডাউনলোড করার পদ্ধতিঃ
- আমাদের সাইট থেকে কোন একটি বইয়ের PDF ডাউনলোড লিংক কপি করুণ
- মোবাইলে লিংকটি গুগল ক্রোম ব্রাউজারের New Incognito Window তে ওপেন করে, ক্রোমের Desktop site অন্য করুণ।
- তারপর উপরে ডানদিকের প্রিন্ট 🖨️ আইকনে চাপ দিলে PDF ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হবে।
কম্পিউটার থেকে PDF ডাউনলোড করার পদ্ধতিঃ
- আমাদের সাইট থেকে কোন একটি বইয়ের PDF ডাউনলোড লিংক কপি করুণ
- কম্পিউটার ব্যবহার করলে লিংকটি গুগল ক্রোম ব্রাউজারের New Incognito Window তে ওপেন করুণ।
- তারপর উপরে ডানদিকের প্রিন্ট আইকনে চাপ দিলে PDF ফাইলটি প্রিন্টের জন্য প্রস্তুত হবে।
- এখন প্রিন্ট না করে, প্রিন্ট 🖨️ আইকনের পাশের ডাউনলোড আইকনে চাপ দিলে, PDF ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হবে।
[অনেক বেশি ডাউনলোড হবার কারণে এই সমস্যা হচ্ছে। কয়েকদিনের মধ্যে এই সমস্যা ঠিক হয়ে যাবে]