How to check HSC Result 2024

১।কেন্দ্রীয় সার্ভার দিয়ে রেজাল্ট দেখার পদ্ধতি

ই-বোর্ড সার্ভার (সার্ভার-১): 

সার্ভার-১ দিয়ে রেজাল্ট দেখতে চাইলে নিচের তথ্যগুলো পূরণ করে ফলাফল দেখুন বাটনে চাপ দিতে হবেঃ
* পরীক্ষার নাম  (এইচএসএসসি/আলিম/সমমান সিলেক্ট করুণ)
* পরীক্ষার সাল (২০২৪ সিলেক্ট করুণ)
* বোর্ডের নাম সিলেক্ট করুণ
* ফলাফলের ধরণ (একক/বিস্তারিত ফলাফল সিলেক্ট করুণ)
* পরীক্ষার্থীর রোল নাম্বার (ইংরেজিতে আপনার রোল লিখুন)
* পরীক্ষার্থীর রেজিস্ট্রেশান নাম্বার (ইংরেজিতে আপনার রেজিস্ট্রেশান নাম্বার লিখুন)
* নিরাপত্তা চাবি (ছবিতে আঁকানো ইংরেজি বাঁকানো সংখ্যাটি টি নিচের বক্সে লিখবেন। শব্দটি পড়তে সমস্যা হলে Reload বাটনে চাপ দিলে নতুন শব্দ আসবে। যেমনঃ 3297)
* সব বসানো শেষ হলে ফলাফল দেখুন বাটনে চাপ দিলে রেজাল্ট চলে আসবে।




টেলিটক সার্ভার (সার্ভার-২): 

সার্ভার-২ দিয়ে রেজাল্ট দেখতে চাইলে নিচের তথ্যগুলো পূরণ করে Submit বাটনে চাপ দিতে হবেঃ
* Examination (HSC/Alim সিলেক্ট করুণ)
* Year (2024 সিলেক্ট করুণ)
* Board (বোর্ডের নাম সিলেক্ট করুণ)
* Roll (রোল নাম্বার লিখুন)
* Reg. No (এখানে রেজিস্ট্রেশান নাম্বার লিখবেন)
* সবশেষ বক্সে পাশে থাকা ছোট্ট অংকটির ফলাফল লিখবেন (যেমনঃ 7+2 থাকলে ফাঁকা বক্সে 7 ও 2 এর যোগফল, অর্থাৎ শুধু 9 লিখবেন)
* সব বসানো শেষ হলে Submit বাটনে চাপ চাপ দিলে রেজাল্ট চলে আসবে।

 




২। SMS রেজাল্ট

[ বোর্ড কতৃর্ক রেজাল্ট প্রকাশ হওয়ার পর SMS-এর মাধ্যমে রেজাল্ট জানুন। আগে পাঠালে ২.৬৭ টাকা কেটে নেবে, রেজাল্ট পাবেন না। প্রি-রেজিস্ট্রেশান করোনার সময় চালু ছিল, এখন নেই ]

 

SMS ব্যাবহার করে রেজাল্ট দেখতে চাইলে নিচের তথ্যগুলো পূরণ করে সেন্ড (SEND) করতে হবেঃ

[ অ্যাপ থেকে দেখলে শুধু বোর্ড সিলেক্ট করে রোল নাম্বার বসিয়ে সেন্ড করতে হবে ]

 

* পরীক্ষার নাম ( HSC হলে HSC, Alim হলে ALIM লিখবেন)
* বোর্ডের নাম (১ম ৩ টি বর্ণ লিখবন, যেমনঃ Dhaka বোর্ড হলে DHA, চট্টগ্রাম হলে CHI, মাদ্রাসা হলে MAD)
* রোল নাম্বার
* পরীক্ষার সাল (2024)

উদাহরণ: টাইপ করুন SSC DHA 123456 2024

তারপর 16222 নাম্বারে SMS সেন্ড করুণ।

তারপর SMS সেন্ড করুণ (চার্জ ২ টাকা ৬৭ পয়সা), ফিরতি মেসেজে রেজাল্ট পাবেন।




৩। রেজাল্টের PDF ফাইল সেভ করার উপায় 

সার্ভার থেকে রেজাল্ট দেখার পর নিচের PDF  সেভ করুণ বাটনে চাপ দিন। তারপর ছবির মত নিচের স্টেপ গুলো ফলো করুণঃ

১। উপরের অপশান থেকে Save as PDF সিলেক্ট করুণ

২।  এরপর একটু নিচে  PDF লেখা গোল বাটনে চাপ দিন।

৩। এবার নিচের বক্সে PDF ফাইল যে নামে সেভ করবেন সেই নাম লিখুন। (যেমনঃ Result অথবা ssc বা আপনার নাম)

৪। সবশেষে নিচে ডান দিকের Save বাটনে চাপ দিলে PDF ফাইল ফোনের Downloads ফোল্ডারে সেভ হয়ে যাবে।

এখন চাইলে  PDF রেজাল্টটি আপনি Whatsapp, Email ইত্যাদির মাধ্যমে শেয়ার করতে পারবেন কিংবা প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন।