স্কুল ভর্তি ডিজিটাল লটারি রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম
মাধ্যমিক স্তরে সারাদেশের সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি আবেদনের প্রেক্ষিতে ডিজিটাল লটারি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এই লটারির ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে।
অনলাইনে আবেদন করা শিক্ষার্থী ও অভিভাবকরা খুব সহজেই নিজেদের মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে ভর্তি লটারির ফলাফল দেখতে পারবেন। এই পোস্টে আমরা ধাপে ধাপে তুলে ধরেছি কীভাবে, কোথায় এবং কোন নিয়মে স্কুল ভর্তি ডিজিটাল লটারির ফলাফল দেখা যাবে।
স্কুল ভর্তি ডিজিটাল লটারি রেজাল্ট কবে প্রকাশ হবে?
-
📅 তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫
-
⏰ সময়: সকাল ১০টা
ডিজিটাল লটারি সম্পন্ন হওয়ার পর নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে। এখান থেকেই জানা যাবে কোন শিক্ষার্থী কোন বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।
স্কুল ভর্তি লটারি রেজাল্ট দেখার সঠিক নিয়ম
সরকারি ও বেসরকারি স্কুলের ভর্তি লটারির ফলাফল একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটেই প্রকাশ করা হয়। অন্য কোনো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে এই ফলাফল পাওয়া যাবে না।
ফলাফল দেখতে এক মিনিটেরও কম সময় লাগবে। নিচের ধাপগুলো অনুসরণ করুন—
ধাপসমূহ:
1️⃣ প্রথমে স্কুল ভর্তি বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন
2️⃣ এরপর Government Result অথবা Non-Government Result অপশনে ক্লিক করুন
3️⃣ আবেদন করার সময় পাওয়া User ID নির্ধারিত ঘরে লিখুন
4️⃣ সবশেষে Submit বাটনে ক্লিক করুন
সফলভাবে সাবমিট করলে সাথে সাথে আপনার ভর্তি লটারির ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।
Final Admission নির্দেশনা
যদি আপনার নাম Merit List-এ থাকে, তাহলে আপনাকে যে বিদ্যালয়ে নির্বাচন করা হয়েছে সেখানে সরাসরি উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভর্তি কার্যক্রমের সময়সূচি:
-
✅ Merit List থেকে ভর্তি: ১৮ ডিসেম্বর – ২৩ ডিসেম্বর ২০২৫
-
✅ ১ম Waiting List থেকে ভর্তি: ২৪ ডিসেম্বর – ২৭ ডিসেম্বর ২০২৫
-
✅ ২য় Waiting List থেকে ভর্তি: ২৮ ডিসেম্বর – ২৯ ডিসেম্বর ২০২৫
ভর্তি সময় যে যে কাগজপত্র লাগবে
ভর্তির সময় অবশ্যই নিচের ডকুমেন্টগুলো সঙ্গে রাখতে হবে—
-
📄 অনলাইন থেকে ডাউনলোড করা Applicant’s Copy
-
🧾 শিক্ষার্থীর মূল জন্ম সনদ (এবং একটি ফটোকপি)
-
🖼️ শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি
-
📜 Transfer Certificate (শ্রেণি ২–৯ এর জন্য প্রযোজ্য)
-
🆔 অভিভাবকের NID কার্ডের ফটোকপি
-
📑 কোটা প্রযোজ্য হলে সংশ্লিষ্ট কোটা ডকুমেন্টস
