এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
মার্কশিট আকার SSC রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম:
শিক্ষার্থীরা নিচে নিয়ম অনুসরণ করে শিক্ষার্থীরা তাদের মার্কশিট আকারে পরীক্ষার ফলাফল দেখতে পারবে। নিচে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে ফলাফল দেখতে হয়।
- শিক্ষা মন্ত্রণালয় নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
- পরীক্ষার নাম এসএসসি সিলেক্ট করতে হবে
- পরীক্ষার সাল 2025 লিখতে হবে
- পরীক্ষার বোর্ডের নাম সঠিকভাবে বসাতে হবে
- রেজাল্টের ধরন Individual রেজাল্ট সিলেক্ট করতে হবে
- এডমিট কার্ড রোল নাম্বার লিখতে হবে
- এডমিট কার্ড দেখে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে
- ছবি সংখ্যাগুলোর সামনে ফাঁকা করে লিখতে হবে
- উপরের সকল তথ্য সঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করলে ফলাফল চলে আসবে
ওয়েবসাইট লিংক –https://app.eboardresults.com/v2/home
আপ ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.apphood.allresult
গ্রেড আকার SSC রেজাল্ট ২০২৫ দেখার নিয়মঃ
নিচের নিয়ম অনুসরণ করে শিক্ষার্থীরা গ্রেড আকারে তাদের পরীক্ষার ফলাফল দেখে নিতে পারবে। তাই নিচের নিয়ম অনুসরণ করুন।
- শিক্ষা মন্ত্রণালয়ের সঠিক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
- পরীক্ষা নাম এসএসসি সিলেক্ট করতে হবে
- পরীক্ষার সাল ২০২৫ সিলেক্ট করতে হবে
- পরীক্ষা বোর্ডের নাম সিলেক্ট করতে হবে
- রোল নাম্বার সঠিকভাবে লিখতে হবে
- রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লিখতে হবে
- দুইটি সংখ্যার যোগফল ফাঁকা করে লিখতে হবে
- সকল তথ্য সঠিক থাকলে সাবমিট করে ফলাফল চলে আসবে
ওয়েবসাইট লিংক – educationboardresults.gov.bd/
আপ ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.apphood.allresult
SMS এর মাধ্যমে SSC রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম:
- পরীক্ষার নাম ( SSC হলে SSC, Dakhil হলে DAKHIL লিখবেন)
- বোর্ডের নাম (১ম ৩ টি বর্ণ লিখবন, যেমনঃ Dhaka বোর্ড হলে DHA, চট্টগ্রাম হলে CHI, মাদ্রাসা হলে MAD)
- রোল নাম্বার
- পরীক্ষার সাল (2025)
উদাহরণ: টাইপ করুন SSC DHA 123456 2025
তারপর 16222 নাম্বারে SMS সেন্ড করুণ।
তারপর SMS সেন্ড করুণ (চার্জ ২ টাকা ৬৭ পয়সা), ফিরতি মেসেজে রেজাল্ট পাবেন।