SSC Result 2025 | News

এসএসসির ফলের সম্ভাব্য তারিখ ঘোষণা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশের প্রস্তুতি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। তিনি বলেন, নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। সে অনুযায়ী, ১৩ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে।

তিনি জানান, উত্তরপত্র মূল্যায়ন কিছুটা ধীরগতিতে চলছে। পরীক্ষকরা খাতা মূল্যায়ন করে বোর্ডে পাঠাতে শুরু করেছেন, তবে এখনো অনেক খাতা আসা বাকি। সব খাতা পাওয়ার পর নম্বর সফটওয়্যারে ইনপুট দেওয়া ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে ফল প্রকাশ করা হবে।

কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে—এমন প্রশ্নে তিনি বলেন, নিয়ম অনুযায়ী—পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেক্ষেত্রে ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। তার আগে আমরা সম্ভাব্য দিন ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাব। মন্ত্রণালয় অনুমোদন দিলে তারিখ ঠিক হবে। সেজন্য সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল শুরু হওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী অংশ নেয়। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে, এরপর নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা। বর্তমানে ফলাফলের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এসএসসি ২০২৫ পরীক্ষার সংক্রান্ত তথ্য: 

  • পরীক্ষা শুরু – ১০ এপ্রিল ২০২৫
  • পরীক্ষা শেষ – ১৩ মে ২০২৫
  • রেজাল্ট প্রকাশ – ১৩ জুলাই ২০২৫ (সম্ভাব্য)
  • পরীক্ষার্থীর সংখ্যা – ১৯ লক্ষ ৪০ হাজার
  • পরীক্ষা কেন্দ্রের সংখ্যা – ৩৭০০ টি
  • শিক্ষা বোর্ডের সংখ্যা – ১১ টি