[ বোর্ড কতৃর্ক রেজাল্ট প্রকাশ হওয়ার পর SMS-এর মাধ্যমে রেজাল্ট জানুন। আগে পাঠালে ২.৬৭ টাকা কেটে নেবে, রেজাল্ট পাবেন না। প্রি-রেজিস্ট্রেশান করোনার সময় চালু ছিল, এখন নেই ]
SMS ব্যাবহার করে রেজাল্ট দেখতে চাইলে নিচের তথ্যগুলো পূরণ করে সেন্ড (SEND) করতে হবেঃ
* পরীক্ষার নাম ( SSC হলে SSC, Dakhil হলে DAKHIL লিখবেন)
* বোর্ডের নাম (১ম ৩ টি বর্ণ লিখবন, যেমনঃ Dhaka বোর্ড হলে DHA, Chittagong হলে CHI, Madrasah হলে MAD)
* রোল নাম্বার (নিজের ৬ সংখ্যার রোল নাম্বার দিবেন)
* পরীক্ষার সাল (2025)
উদাহরণ: টাইপ করুন SSC DHA 123456 2025
তারপর 16222 নাম্বারে SMS সেন্ড করুণ।
তারপর SMS সেন্ড করুণ (চার্জ ২ টাকা ৬৭ পয়সা), ফিরতি মেসেজে রেজাল্ট পাবেন।
SMS পাঠানোর নিয়ম: SSC <স্পেস > বোর্ডের ৩ অক্ষর <স্পেস > রোল নাম্বার <স্পেস > পাসের সাল লিখে পাঠিয়ে দিবে ১৬২২২ নাম্বারে
[SMS ফরম্যাট ভুল হলে রেজাল্ট আসবে না, কিন্তু টাকা কেতে নেবে]
Board Name | Code | Format |
---|---|---|
Dhaka Board | DHA | SSC DHA 123456 2025 |
Chittagong Board | CHI | SSC CHI 123456 2025 |
Barisal Board | BAR | SSC BAR 123456 2025 |
Cumilla Board | COM | SSC COM 123456 2025 |
Dinajpur Board | DIN | SSC DIN 123456 2025 |
Mymensingh Board | MYM | SSC MYM 123456 2025 |
Sylhet Board | SYL | SSC SYL 123456 2025 |
Rajshahi Board | RAJ | SSC RAJ 123456 2025 |
Jessore Board | JES | SSC JES 123456 2025 |
Madrasa Board | MAD | SSC MAD 123456 2025 |
Technical Board | TEC | SSC TEC 123456 2025 |