ফল পুনঃনিরীক্ষণ বলতে খাতা চ্যালেঞ্জ বা বোর্ড চ্যালেঞ্জ বোঝায়। ধরুন কোন বিষয়ে আপনার রেজাল্ট খারাপ আসল। তাহলে আপনি সেই বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। তখন বোর্ড থেকে আবার খাতা পুনরায় চেক করে রেজাল্ট দেওয়া হয়। অনেকের এভাবে রেজাল্ট পরিবর্তন হলেও বেশিরভাগ ক্ষেত্রে অপরিবর্তিত থাকে।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই দুপুর ২টায় প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মত এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন। ফল পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।
✅ এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
-
✅ আবেদন শুরুর সময়: ১১ জুলাই, ২০২৫
-
✅ আবেদনের সময়সীমা: ১৭ জুলাই, ২০২৫
-
✅ ফলাফল প্রকাশ: পুনঃনিরীক্ষণের ফলাফল সাধারণত ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রকাশ করে শিক্ষা বোর্ডসমূহ।
-
✅ প্রকাশের মাধ্যম:
-
প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও নোটিশ অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়।
-
পুনঃনিরীক্ষণের নিয়ম, বোর্ডের বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট ফলাফল অ্যাপের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের জানানো হবে।
-
✅ ফল পুনঃনিরীক্ষণের আবেদনের নিয়ম:
✉️ ধাপ ১:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন:
RSC <বোর্ডের নামের ৩ অক্ষর> <রোল নম্বর> <বিষয় কোড>
উদাহরণ: RSC DHA 123456 101,107
পাঠিয়ে দিন 16222 নম্বরে।
🔁 ধাপ ২:
প্রথম SMS পাঠানোর পর একটি PIN নম্বর এবং ফিরতি মেসেজ আসবে। এবার দ্বিতীয় মেসেজে লিখুন:
RSC YES <আপনার মোবাইল নম্বর>
উদাহরণ: RSC YES 789456 017xxxxxxxx
এবং আবার পাঠান 16222 নম্বরে।
💰 আবেদন ফি:
-
প্রতি বিষয়ের প্রতি পত্রের জন্য: ১৫০ টাকা
-
দুটি পত্র বিশিষ্ট বিষয়ে (যেমন: বাংলা/ইংরেজি) আবেদন করলে ৩০০ টাকা ধার্য হবে।
ঢাকা বোর্ডের নোটিশ
চট্টগ্রাম বোর্ডের নোটিশ
যশোর বোর্ডের নোটিশ
কুমিল্লা বোর্ডের নোটিশ
বরিশাল বোর্ডের নোটিশ
রাজশাহী বোর্ডের নোটিশ
দিনাজপুর বোর্ডের নোটিশ
ময়মনসিংহ বোর্ডের নোটিশ
সিলেট বোর্ডের নোটিশ
মাদ্রাসা বোর্ডের নোটিশ
শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষরঃ
- DHA – Dhaka Board
- BAR – Barisal Board
- SYL – Sylhet Board
- COM – Comilla Board
- CHI – Chittagong Board
- RAJ – Rajshahi Board
- JES – Jessore Board
- DIN – Dinajpur Board
- MAD – Madrasah Board
- TEC- Technical Board
[ আমাদের অ্যাপ থেকে SSC রেজাল্ট, ফল পুনঃনিরীক্ষণ, ফল পুনঃনিরীক্ষণের রেজাল্ট, ভর্তি পরীক্ষার তথ্য ও রেজাল্ট ইত্যাদির সকল তথ্য পাবেন। তাই অ্যাপটি ইন্সটল করে রাখুন এবং বন্ধুদেরকেও জানিয়ে দিন। ভাল লাগলে অ্যাপটিকে ৫ স্টার দিতে ভুলবেন না। ধন্যবাদ ]
SSC GPA Calculator
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষার GPA গণনা করুন।